images

আন্তর্জাতিক

গোপন ইসরায়েল থেকে ২৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে আরব আমিরাত 

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

গোপনে ইসরায়েল থেকে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে ফ্রান্স-ভিত্তিক সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স অনলাইন এই গোপন চুক্তির তথ্য ফাঁস করে। 

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি অস্ত্র উৎপাদনকারী এলবিট সিস্টেমের সঙ্গে অত্যন্ত গোপনে চুক্তিটি করে আমিরাত। গত মাসে এলবিট সিস্টেম জানায়, তারা একটি দেশের সঙ্গে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে দেশের নাম প্রকাশ করেনি।

এলবিট সিস্টেমসের সভাপতি এবং সিইও বেজালেল মাচলিস সেই সময়ে বলেছিলেন, ‘এই চুক্তিটি আমাদের অনন্য প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি প্রদান করে এবং আমাদের গ্রাহকদের উন্নত এবং প্রাসঙ্গিক সমাধান দিয়ে সজ্জিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।’ 

ইন্টিলিজেন্স অনলাইন আরও জানিয়েছে, বেসামরিক ও সামরিক বিমানের সুরক্ষার জন্য এলবিটের জে-মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন কিনার চুক্তি করেছে আমিরাত। এই ব্যবস্থাগুলো মূলত বিমানের দিকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সর নিষ্ক্রিয় করতে উন্নত লেজার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে একটি যৌথ প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো আমিরাতেই তৈরি করা হবে।

এ বিষয়ে ওয়াশিংটন-ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক বিলাল সাব লিঙ্কডইনে একটি পোস্টে লিখেছেন, ‘এটি একটি বিশাল চুক্তি হওয়া সত্ত্বেও, কেন এটি আরও ব্যাপকভাবে প্রকাশিত হয়নি- তার একমাত্র কারণ হল বিশদ বিবরণ খুব কম।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের মতো সংগঠনগুলো এই চুক্তির সমালোচনা করে বলেছে, এর ফলে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।

সূত্র: ‍মিডল ইষ্ট আই, নিউ আরব

এমএইচআর