images

আন্তর্জাতিক

মাঝ আকাশে ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

বিপদ যেন পিছু ছাড়ছে না ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার। এবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জেরে ১৬০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। এ ঘটনায় যাত্রী বা ক্রুদের মধ্যে কোনও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট আইএস ৩৯৮।  

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবের জেদ্দা থেকে কেরালার আরেক শহর কোঝিকোড় যাচ্ছিল বিমানটি। তবে বিমান মাঝ আকাশে থাকার সময়েই সেটিতে যান্ত্রিক ত্রুটির আঁচ পেয়েছিলেন পাইলট চালক। তবে এতে ঘাবড়ে না গিয়ে তিনি বিমান চালিয়ে যান এবং কোঝিকোড়ের অনেক আগেই কোচির বিমান বন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, পাইলটের সংকেত পাওয়ার পর সমস্ত জরুরি পরিষেবা সক্রিয় করা হয়েছিল। অবতরণের পর বিমানটি পরীক্ষা করে দেখেন বিমানবন্দরের কর্মীরা বিমানের ডান দিকের ‘ল্যান্ডিং গিয়ার’ ত্রুটি ও ডান দিকের উভয় টায়ারই ফেটে গেছে। 

এদিকে এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জাননো হয়, বিমানটি উড্ডয়নের আগে পরীক্ষায় কোনো ত্রুটি পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে- জেদ্দা বিমানবন্দর থেকে উদয়নের আগে রানওয়েতে বিমানের টায়ার এবং ল্যান্ডিং গিয়ারের সঙ্গে পাথর জাতীয় কোনো কিছুর আঘাত লাগতে পারে।

উল্লেখ্য, গত জুন মাসে ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ২৪২ জন যাত্রীসহ লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই একটি মেডিকেল ছাত্রবাসের ওপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পর মাত্র ১০০ মিটার (প্রায় ৩৩০ ফুট) ওপরে উঠেই দুর্ঘটনার শিকার হয়। এ দুঘর্টনায় প্রাণ হারিয়েছেন ২৭৯ জন, যা ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে।

ওই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণও প্রশ্নের আওতায় চলে আসে। যদিও দাবি করা হয়েছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। 

এয়ার ইন্ডিয়া নিয়ে বিতর্ক অব্যাহত থেকেছে দুর্ঘটনার বহু পরেও। প্রায় দু’মাস আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। গত ১ আগস্ট থেকে আংশিকভাবে সেগুলি চালু করা হয়। এরপর ১ অক্টোবর থেকে পুরোদমে আন্তর্জাতিক পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে এরমধ্যেই বেশ কয়েকবার যান্ত্রিক ক্রটির কারণে জরুরি অবতরণ, ফ্লাইট করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাটি।   

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর