images

আন্তর্জাতিক

ইতিহাসে সর্বোচ্চ দর ছুঁলো রুপা, স্বর্ণের দামও ঊর্ধ্বমুখী  

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের পাশাপাশি এবার রুপার চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববাজারে বুধবার মূল্যবান এই সাদা ধাতুটির দাম ৩ শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৬৬ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে স্বর্ণের দামও ঊর্ধ্বমুখী। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ ডিসিম্বর) সকাল স্পট সিলভারের দাম ৩ দশমিক ৪ বেড়ে প্রতি আউন্স ৬৫.৯৪ ডলারে লেনদেন হচ্ছে, যদিও সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৬৬ দশমিত ৫২ স্পর্শ করেছিল এই ধাতু। 

শিল্প চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস, যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসাবে শ্রেণিবদ্ধ করা এবং বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান অনুমানমূলক আগ্রহের কারণের রুপার দামে এই উস্ফলন ঘটেছে বলে জানান বিশ্লেষকরা। 

স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেছেন, ‘বিকল্প বাজারের জল্পনা-কল্পনার বিষয় হয়ে উঠেছে রুপা, আমি মনে করি এটি কিছু স্পষ্ট দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে চাহিদা বাড়ছে। এটি একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা সবুজ জ্বালানি কর্মসূচির একটি অংশ। তবে সরবরাহের ঘাটতি এবং মৌসুমী বিনিয়োকারীদের জোয়ারে দাম বাড়ছে এই ধাতুর।’

অন্যদিকে বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৩১৭ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৭ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়েছে।

রয়টার্সে তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত রূপার দাম ১২৮ শতাংশ বেড়েছে এবং সোনার দাম বেড়েছে ৬৫ শতাংশ।

এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম। 

তবে ভূ-রাজনৈতিক ঝুঁকি, দুর্বল আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে আরবিসি ক্যাপিটাল মার্কেটস তাদের দীর্ঘমেয়াদী স্বণের দামের পূর্বাভাস ২০২৬ সালে গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলার এবং ২০২৭ সালে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত করেছে।

সূত্র: রয়টার্স  

এমএইচআর