images

আন্তর্জাতিক

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। 

বুধবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) এক নোটিশে এ তথ্য জানিয়েছে। 

নোটিসে বলা হয়, ‘পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সমস্ত বিমান এবং ভারতীয় সামরিক বিমানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ২০২৬ সালের ২৩ জানুয়ারি  পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় সব বিমান পরিষেবা সংস্থার উড়োজাহাজ প্রবেশ অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ভারতীয় পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। 

পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত। পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ভারতের অনেক ফ্লাইটরুটের দূরত্ব বেড়ে গেছে। ফলে ভারতীয় বিমান সংস্থার উড়োজাহাজগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে, এতে বিপুল আর্থিক ক্ষতি মুখেও পড়েছে তারা।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারতও।

সূত্র: দ্য ডন

এমএইচআর