images

আন্তর্জাতিক

মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবলো মরক্কো, নিহত ৩৭ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পশ্চিমাঞ্চলীয় সাফি প্রদেশে মাত্র এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ২এম টিভি জানিয়েছে, গতকাল রোববার ভোর থেকে রাজধানী রাবাত থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত প্রদেশটির প্রধান শহর সাফিতে বৃষ্টি শুরু হয়েছিল।  দুপুরের দিকে তা প্রবল বর্ষণে রূপ নেয়। যদিও এক ঘণ্টার কিছু বেশি সময় স্থায়ী ছিল এই বর্ষণ। তবে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার পানিতে শহর জুড়ে ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্লাবিত হয়।  

কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক পুরাতন শহরের কমপক্ষে ৭০টি বাড়ি এবং দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরের রাস্তা থেকে কাদা ও পানির স্রোত গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

সাফির গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০ জন আহত হয়েছেন, চিকিৎসার জন্য তাদের সাফির সরকার পরিচালিত মোহাম্মদ ভি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি ১৪ জন হাসপাতালে রয়েছেন, যার মধ্যে দুজন নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি।

এতে আরও বলা হয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করার জন্য ও বাসিন্দাদের সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রবল বর্ষণ-বন্যায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে স্থবির হয়েছিল। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করার পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করে।

প্রসঙ্গত, আফ্রিকার মরু আবহাওয়ার মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাত বছর ধরে খরা চলছে। এর মধ্যেই সাফি প্রদেশে ঘটল এই ঘটনা। দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবার সারা দেশে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

সূত্র: আনাদোলু

 

এমএইচআর