images

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বন্ডাই বিচে হামলাকারীরা বাবা-ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদিদের একটি উৎসবকে লক্ষ্য করে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন বন্দুকধারী পরিচয় প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। 

তারা হলেন—সাজিদ আকরাম (৫০) ও তার ছেলে নাভিদ আকরাম (২৪)। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই সাজিদ নিহত হয়েছেন। তিনি প্রায় ২৭ বছর আগে ১৯৯৮ সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন। ২০০১ সাল থেকে তিনি স্থায়ী ভিসায় ছিলেন। আরও তার ছেলে নাভিদ জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন পুলিশের সংবাদ সম্মেলনে জানান, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম ঘটনাস্থলেই মারা গেছেন এবং তিনি একটি ‘গান ক্লাবের’ সদস্য। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিল। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গত রোববার বন্ডাই বিচে দুই বন্দুকধারীর গুলিতে ১০ বছর বয়সী একটি মেয়ে শিশুসহ মোট ১৫ জন মারা গেছে। 

পুলিশ বলছে, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষে চলা অনুষ্ঠানে এই নৃশংস হামলা হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে।

পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন বলেছেন, ওই ব্যক্তির কাছে ‘ক্যাটাগরি এবি লাইসেন্স’ ছিল, যা ওই ব্যক্তিকে লং আর্মস রাখার অধিকার দেয়। ২০১৫ সাল থেকেই এই লাইসেন্স তার ছিল। তার কাছে ছয়টি নিবন্ধিত অস্ত্র ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে মোট ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। 

নিউ সাউথ ওয়েলস সার্ভিসের ওয়েবসাইট অনুযায়ী, একজন ব্যক্তির শিকারের জন্য অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা নির্ভর করে তিনি কোথায় শিকার করতে চান, কোন ধরনের প্রাণী শিকার করতে চান ও শিকারের উদ্দেশ্য কী- এসব বিষয়ে ওপর। মূলত বিনোদন কিংবা খাওয়ার জন্য প্রাণী শিকারের অনুমতি দেওয়া হয়।

এদিকে প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারীকে ধরাশায়ী করা নিরস্ত্র এক মুসলিম পথচারী।

বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়া আহমেদ আল আহমেদ নামের ওই মুসলিম পথচারীকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন দেশটির নাগরিকরা। খবর এবিসি, এনডিটিভির।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির আড়াল থেকে আকস্মিকভাবে বন্দুকধারীর ওপর হামলে পড়ে বন্দুক ছিনিয়ে নেন আহমেদ। এরপর সেই বন্দুক হামলাকারীর দিকে তাক করেন তিনি। জীবন বাজি রেখে হামলাকারীকে নিরস্ত্র করায় বহু মানুষের প্রাণ বেঁচে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ৪৩ বছর বয়সী ফলের দোকানি আহমেদ আল আহমেদের পরনে সাদা শার্ট ও প্যান্ট। গাড়ি পার্কিং এলাকায় কালো শার্ট পরা এক ব্যক্তির দিকে হঠাৎ দৌড়ে যান তিনি। ওই ব্যক্তির হাতে একটি রাইফেল ছিল। 

এরপর পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র ওই ব্যক্তির হাত থেকে রাইফেল কেড়ে নেন আহমেদ এবং অস্ত্রটি তার দিকেই তাক করেন।

ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা ব্যক্তি একটি সেতুর দিকে পিছিয়ে যেতে থাকেন, যেখানে আরেকজন হামলাকারী অবস্থান করছিলেন। এ সময় আহমেদ আল আহমেদ অস্ত্রটি মাটিতে রেখে দেন।

দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস ওই পথচারীকে ‘প্রকৃত নায়ক’ অভিহিত করে বলেন, ভিডিওটি তার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। মিনস বলেন, ‘তার সাহসিকতার কারণেই আজ রাতে অসংখ্য মানুষ বেঁচে আছেন।’

প্রসঙ্গত, নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডাই বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। ইহুদি ধর্মাবলম্বীদের ৮ দিনব্যাপী হনুকা উৎসবের উদ্বোধন উপলক্ষে শনিবার সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। উৎসবের দ্বিতীয় দিনেই এই হামলার ঘটনা ঘটে, গত তিন দশকে অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা এটি।

সূত্র: বিবিসি, এনডিটিভি

এমএইচআর