আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দেশটির বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) তার দল কমিউনিস্ট পার্টির এক সমাবেশে এই দাবি তুলে ধরেন তিনি।
সরকার পতনের তিন মাসেরও বেশি সময় পর এ সমাবেশে অংশ নিয়ে ওলি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এবং দলের পতাকা উত্তোলন করেন।
ওলি জানান, এটি তাদের সবচেয়ে বড় সমাবেশ এবং সেখানে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে।
সম্মেলনে ২,২০০ জন নির্বাচিত ও মনোনীত প্রতিনিধি এবং ৩০৯ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করেন, যারা দলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জেন-জিদের আন্দোলনের কারণে পদত্যাগ করেছিলেন কেপি শর্মা ওলি।
-এমএমএস