আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম
সিরিয়ার পালমিরায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) হামলায় দুই মার্কিন সেনাসদস্য ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘হামলাকারী আইএসআইএস বন্দুকধারীকে হত্যা করা হয়েছে।’ নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে এবং পেন্টাগনের নীতিমালা অনুসারে, নিকটাত্মীয়দের অবহিত করার পর ২৪ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত নিহত সেনাসদস্যদের পরিচয় প্রকাশ করা হবে না।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্য সিরিয়ায় আইএসআইএস (আইএসআইএস) গোষ্ঠীর এক হামলায় দুইজন মার্কিন সেনাসদস্য ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আপনি বিশ্বের যেকোনো প্রান্তে যদি আমেরিকানদের লক্ষ্য করেন, তবে আপনার সংক্ষিপ্ত ও উৎকণ্ঠাময় জীবনের বাকি সময়টা এই ভয়ে কাটবে যে যুক্তরাষ্ট্র আপনাকে শিকার করবে, খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।’
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে যৌথ টহলের সময় সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও মার্কিন সেনারা হামলার শিকার হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ওই এলাকায় সামরিক বিমান উড্ডয়নের কারণে দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।
এক নিরাপত্তা সূত্র সানাকে জানায়, আহতদের ইরাক সীমান্তের কাছে আল-তানফ ঘাঁটিতে নিয়ে যেতে মার্কিন হেলিকপ্টার ব্যবহার করা হয়।
আইএসআইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত এক দশক ধরে উত্তর-পূর্ব সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে।
২০১৮ সালে সিরিয়ায় আইএসআইএস পরাজিত হলেও এখন তারা মাঝে মাঝে বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।
এফএ