আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ এএম
ফ্রান্সে বসবাসকারী অ-ইউরোপীয় বিদেশিদের জন্য নতুন শর্ত কার্যকর হতে যাচ্ছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী রেসিডেন্ট কার্ড এবং ফরাসি নাগরিকত্ব পেতে শুরু হচ্ছে বাধ্যতামূলকভাবে ‘সিভিক পরীক্ষা’। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফ্রান্সে অভিবাসন ও অন্তর্ভুক্তি নীতি আরো কঠোর করার লক্ষ্যে ২০২৪ সালের ২৬ জানুয়ারি গৃহীত নতুন অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে। এই আইনটির মূল উদ্দেশ্য হলো অভিবাসন নিয়ন্ত্রণকে জোরদার করা এবং ফরাসি সমাজে বিদেশিদের অন্তর্ভুক্তি বা ইন্টিগ্রেশন আরো শক্তিশালী করা।
আইন অনুযায়ী, ফ্রান্সে দীর্ঘমেয়াদে বসবাসে ইচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা দেশগুলোর নাগরিকদের জন্য ফরাসি ভাষা জানা ও প্রজাতান্ত্রিক মূল্যবোধে একীভূত হওয়ার শর্ত আরে কঠোর করা হয়েছে। এর অংশ হিসেবে একটি ‘সিভিক পরীক্ষা’ চালু করা হয়েছে।
এই পরীক্ষাটি পাস করার প্রমাণ হিসেবে একটি সনদ (আতেস্তাসিও দ্য রেয়ুসিত) জমা দিতে হবে। এটি প্রযোজ্য হবে প্রথমবারের মতো যেসব বিদেশি নাগরিক বহু-বছর মেয়াদি রেসিডেন্স কার্ড (চার বছর মেয়াদি রেসিডেন্স পারমিট) অথবা স্থায়ী রেসিডেন্ট পারমিটের (১০ বছর মেয়াদি কার্ড) জন্য আবেদন করবেন।
এছাড়া গত ১৫ জুলাই জারি করা একটি ডিক্রির মাধ্যমে একই তারিখ থেকে নাগরিকত্ব (ন্যাচারালাইজেশন) আবেদনের ক্ষেত্রেও এই সিভিক পরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।
সিভিক পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ডিরেকশিও জেনেরাল দে এত্রঞ্জে অঁ ফ্রঁস’ (ডিজিইএফ)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে পরীক্ষার কাঠামো, নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে।
পরীক্ষার জন্য অভিবাসীদের প্রস্তুত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ আলাদা একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্রশিক্ষণটি ফ্রান্সে অভিবাসীদের জন্য নির্ধারিত সিআইআর চুক্তির অন্তর্ভুক্ত এবং এটি ফরাসি অভিবাসন এবং ইন্টিগ্রেশন বিষয়ক দফতর (অফি) পরিচালনা করে।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফরাসি প্রজাতন্ত্রের মূলনীতি ও মূল্যবোধ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, এবং ফ্রান্সে বসবাসের সঙ্গে সংশ্লিষ্ট অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করবেন।
নতুন এই ওয়েবসাইটে মোট ২২২টি বিষয়ভিত্তিক তথ্য (ফিশ থেমাতিক) সংযোজিত হয়েছে। এগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে বিদেশিরা সহজে তাদের প্রশিক্ষণ অনুসরণ করতে পারেন, গুরুত্বপূর্ণ ধারণাগুলো গভীরভাবে বুঝতে পারেন এবং সিভিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন।
এছাড়া পরীক্ষার বিষয়বস্তু, পরীক্ষার পদ্ধতি এবং কীভাবে পরীক্ষা দিতে হবে, এ সংক্রান্ত ব্যবহারিক প্রশ্নের উত্তরও সেখানে দেওয়া হয়েছে। সম্ভাব্য যেসব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেগুলোও অনলাইনে প্রকাশ করা হয়েছে। তবে পরিস্থিতিভিত্তিক প্রশ্ন সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষার জন্য অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকাও জানা যাবে। এসব কেন্দ্র ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে।
নতুন দক্ষতা যাচাই পরীক্ষাটি হবে ৪০টি প্রশ্নের সমন্বয়ে। এটি মাল্টিপল চয়েস বা নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ডিজিটালি অনুষ্ঠিত হবে। যার সময়সীমা হবে ৪৫ মিনিট। পরীক্ষাটি অবশ্যই ফরাসি ভাষায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের পাশ করতে অন্তত ৮০ শতাংশ সঠিক উত্তর দিতে হবে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে আরও নতুন তথ্য ও উপকরণ যোগ করা হবে, যাতে অভিবাসীরা তাদের অন্তর্ভুক্তির পুরো প্রক্রিয়ায় এবং সিভিক পরীক্ষায় সফল হতে সম্পূর্ণ সহায়তা পান। নাগরিকত্বের আবেদনকারীদের ক্ষেত্রে শর্ত আরও কঠোর করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই ওয়েবসাইটে ‘আন্তেগ্রাসিও আ আকসেঁ আ লা নাসিওনালিতে ফ্রঁসেজ’ শিরোনামের অধীনে পাওয়া যাবে।
ফরাসি সরকারের মতে, এই নতুন ব্যবস্থা অভিবাসীদের ফরাসি সমাজে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন নিয়মগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এমএইচআর