images

আন্তর্জাতিক

ব্যস্ত মহাসড়কে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যস্ত মহাসড়কে একটি চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে একটি ছোটো আকারের বিমান। এই পুরো ঘটনা ধরা পড়ে পেছনে থাকা একটি গাড়ির ড্যাসক্যামে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

গত সোমবার ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টির কোকোয়া শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটেছে এই এই দুর্ঘটনা।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল (এফএইচপি) পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। বিমানটিতে পাইলট ছাড়াও একজন যাত্রী ছিলেন, যাদের উভয়েরই বয়স ২৭ বছর।

ড্যাশক্যাম ফুটেজে দেখা গেছে, ছোট টুইন-ইঞ্জিন বিমানটি মোটরওয়ের দিকে নেমে আসছে এবং দক্ষিণমুখী ক্যামরি গাড়ির ওপরে আছড়ে পরে। 

কর্মকর্তারা আরও জানান, নারী গাড়ি চালাচ্ছিলেন, তিনি সামান্য আহত হয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে বিমানের পাইলট ও যাত্রী কোনো আঘাত ছাড়াই অক্ষত থাকেন এবং দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছিলেন।  

ব্রেভার্ড কাউন্টি ফায়ার রেসকিউ জানিয়েছে, ইঞ্জিনে সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট। 

সূত্র: সিএনএন, এএফপি


এমএইচআর