আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
পাকিস্তানের নবনিযুক্ত প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনি (সিডিএফ) ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে কোনও ভুল ধারণা থাকা উচিত নয়। পরবর্তী সংঘাতে পাকিস্তানের জবাব আরও দ্রুত এবং আরও কঠোর হবে।’
সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডিতে নব-প্রতিষ্ঠিত প্রতিরক্ষা বাহিনী সদর দফতরে (ডিএইচকিউ) এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল অসীম মুনির এই হুঁশিয়ারি দেন। পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পর তাকে সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে ফিল্ড মার্শাল মুনির ডিএইচকিউ-এর তাৎপর্য তুলে ধরে বলেন, ‘ক্রমবর্ধমান এবং পরিবর্তনশীল হুমকির পরিপ্রেক্ষিতে, তিন সশস্ত্র বাহিনীর একটি ঐক্যবদ্ধ ব্যবস্থার অধীনে আমাদের বহু-ক্ষেত্রীয় কার্যক্রম বৃদ্ধি করা অপরিহার্য। এই ডিএইচকিউ একীভূত শীর্ষ কমান্ডের মাধ্যমে তিন সশস্ত্র বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন এবং সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।
এসময় আফগানিস্তানের তালেবান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘খাওয়ারিজি (একটি চরমপন্থী ইসলামি গোষ্ঠীকে বোঝানো হয়) অথবা পাকিস্তানের মধ্যে একটি বেছে নেওয়া ছাড়া তাদের আর কোনও বিকল্প নেই। পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে কাউকেই আমাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করতে বা আমাদের সংকল্পকে চ্যালেঞ্জ করতে দেওয়া হবে না।’
এরআগে এদিন ফিল্ড মার্শাল মুনিরকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবরও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশটির প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে ঘোষণা করা হয়েছে। সত্তরের দশকের পর দেশটির সামরিক আদেশে এটি হলো সবচেয়ে বড় ও ব্যাপক পরিবর্তন।
এই নতুন ব্যবস্থা পাকিস্তানের সংবিধানের ২৭ তম সংশোধনীতে ২৪৩ অনুচ্ছেদের পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়েছে। যার ফলে, একটি মাত্র অফিসের অধীনে সশস্ত্রবাহিনীর অপারেশনাল, প্রশাসনিক ও কৌশলগত ক্ষমতাকে একত্র করা হয়েছে। সংশোধিত ২৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রেসিডেন্ট সেনাপ্রধানকে নিয়োগ করবেন, যিনি একই সঙ্গে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবেও কাজ করবেন।
এই সংশোধনের মাধ্যমে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান অসিম মুনীরকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি এখন থেকে নতুন পদ ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’র দায়িত্ব পাবেন। এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী সর্বাধিনায়ক নিযুক্ত হবেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
এমএইচআর