images

আন্তর্জাতিক

গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

দুই বছর ধরে দখলদার ইসরায়েলের অবিরত হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক সংকট নিরসন এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তায় ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

বৃহস্পতিবার বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

এসময় চীনা প্রেসিডেন্ট শি ম্যাক্রোঁকে বলেন, ‘চীন গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এরআগে আগামী তিন বছরের জন্য এপ্রিলে ১.৬ বিলিয়ন ইউরো (১.৮৭ বিলিয়ন) সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপূয় ইউনিয়ন (ইইউ)।

প্রসঙ্গত, দুই বছরের বেশি সময় গাজায় বর্বরতা চালিয়ে উপত্যকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েল। তবে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের মধ্যস্ততায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর গাজার উপত্যকার বাসিন্দরা কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে পারছে। 

সূত্র: রয়টার্স

এমএইআর