আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
এবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা— (বিজিএস) জানিয়েছে, ৩ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯:২৩ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পটি ল্যাঙ্কাশায়ার এবং সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে অনুভূত হয়, যার মধ্যে কেন্ডাল এবং উলভারস্টন শহরও অন্তর্ভুক্ত। ভূমিকম্পের কেন্দ্রস্থল ল্যাঙ্কাশায়ারের ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে ১২ মাইল দূরে অবস্থিত বলে জানা গেছে।
বিজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ল্যাঙ্কাশায়ারের সিলভারডেলে উপকূলের কাছে ভূপৃষ্ঠের ১.৮৬ মাইল গভীরে।
স্থানীয় বাসিন্দারা বিজিএসকে জানিয়েছেন, ভূমিকম্পটি ‘ভূগর্ভস্থ বিস্ফোরণের মতো অনুভূত হয়েছিল এবং এত শক্তিশালী ছিল যে এটি পুরো বাড়িকে কাঁপিয়ে তুলেছিল।’
প্রসঙ্গত, বিজিএসের তথ্য অনুযায়ী- প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় ৩০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়, তবে এসবের খুব কমই সাধারণ মানুষ অনুভব করেন।
সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ
এমএইআর