আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
দীর্ঘ ১১ বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটির খোঁজ পুনরায় শুরু করবে মালয়েশিয়া। বুধবার (৩ ডিসেম্বর) দেশটির পরিবহনমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে নতুন অভিযান শুরু হবে। এতে যুক্তরাষ্ট্রের রোবোটিক কোম্পানি ওশেন ইনফিনিটি অংশ নেবে। খবর দ্য গার্ডিয়ানের।
সবমিলিয়ে ৫০ দিন সমুদ্রপৃষ্ঠে বিমানটির খোঁজ চালানো হবে। ২০১৪ সালের ৮ মার্চ ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছিল।
ওই সময় হঠাৎ এটি হাওয়ায় মিলিয়ে যায়। বিমানটিতে ১২ মালয়েশিয়ান ক্রুসহ ২২৭ যাত্রী ছিলেন।
বিমানটি নিখোঁজ হওয়ার পর পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় উদ্ধার অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত এটির সন্ধান পাওয়া যায়নি।
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজের এই ঘটনাকে বিমান খাতে অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচনা করা হয়।
মালয়েশিয়ার সরকার ২০২৪ সালে জানিয়েছিল, যদি জোরালো কোনো প্রমাণ থাকত তাহলে নতুন করে বিমানের খোঁজ শুরু হতো।
-এমএমএস