images

আন্তর্জাতিক

ক্ষমার নিশ্চয়তা পেলে দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ এএম

নিজের ও পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেলে তিনি দেশ ছাড়তে রাজি আছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সাধারণ ক্ষমার মধ্যে রয়েছে তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানায়। 

প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মাদুরো। যাদের বেশিরভাগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, মাদক চোরাচালান অথবা দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের কাছে এই দাবিগুলো জানান মাদুরো। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তার (মাদুরো) হাতে এক সপ্তাহ সময় আছে। এরমধ্যে পরিবার নিয়ে তিনি পছন্দের গন্তব্যে যেতে পারবেন।

এই এক সপ্তাহের আল্টিমেটাম গত শুক্রবার শেষ হয়। এরপর শনিবার ট্রাম্প অবৈধভাবে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন বলে রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে।

এর আগে রোববার (৩০ নভেম্বর) ট্রাম্প স্বীকার করেন, মাদুরোর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি।

রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে মাত্র ১৫ মিনিট কথা হয়েছে। মাদুরোর সামনে এখন খুব বেশি ‘অপশন’ নেই বলে উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।

ট্রাম্প প্রকাশ্যে মাদুরোর বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি না দিলেও তিনি বলেছেন, ভেনেজুয়েলার মাদক পাচার বন্ধে শিগগিরই ‘স্থলপথে’ অভিযান শুরু হবে।

গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৮৩ জন নিহত হয়েছে।

ওয়াশিংটন দাবি করেছে, বামপন্থী মাদুরো একটি কথিত মাদক কার্টেলের নেতৃত্ব দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয়েছে। এছাড়া সম্প্রতি আমেরিকান যুদ্ধবিমান ও বোমারু বিমান বারবার ভেনেজুয়েলার উপকূলে মহড়া দিচ্ছে।

এএইচ