images

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

৯৬ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগর অঞ্চলে আবারও ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩২ মিনিট ৪ সেকেন্ডে এ কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ এবং গভীরতা প্রায় ৫৭ কিলোমিটার। তাদের হিসেবে ভূমিকম্পের কেন্দ্র ভারতের নবরংগপুর শহর থেকে দক্ষিণ–দক্ষিণ–পূর্বে এবং বিশাখাপত্তনমের দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল।

image

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের ত্রিপুরার বেলোনিয়া শহরের দক্ষিণে, মিজোরামের থেনজল এবং সেরছিপ শহরের দক্ষিণ–দক্ষিণ-পশ্চিম দিকে এবং পশ্চিমবঙ্গের হলদিয়ার পূর্ব–দক্ষিণ–পূর্বাঞ্চলে বিস্তৃত এলাকায়। তবে তাদের পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ৪.০ বলে উল্লেখ করেছে এনসিএস।

আরও পড়ুন

এবার বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প

সমুদ্রের নিচের ভূমিকম্পে দেশে সুনামির ঝুঁকি কতটা?

এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৪ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার।

তার আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূকম্পনে ভবনের অংশ ধসে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েকশ মানুষ। পরদিন আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়।


 
-এমএইচআর