আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
আফগানিস্তানের একাধিক প্রবেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এর মধ্যে খোশত প্রদেশের একটি বাড়িতে চালানো বিমান হামলায় ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহত অন্যজন নারী। খবর আল জাজিরা ও রয়টার্সের।
পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।
তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক্স (আগের টুইটার) বার্তায় ১০ জন নিহত হওয়ার দাবি করেন।
জবিহুল্লাহ মুজাহিদ বলেন, মধ্যরাতে খোশত প্রদেশের গুরবুজ জেলার একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ ছেলে ও চার মেয়ে শিশু রয়েছে। এছাড়া তাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
মুজাহিদ আরও জানান, একই সময় কুনার প্রদেশের উত্তর-পূর্ব এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তারা সাধারণ নাগরিক।
তবে এসব হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ।
অক্টোবরে সীমান্তে হামলার পর থেকে উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। এমন অবস্থার মধ্যে ১৯ অক্টোবর দোহায় অনুষ্ঠিত বৈঠকে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসলামাবাদ ও কাবুল। পরে ইস্তাম্বুলে একাধিক বৈঠক হলেও হয়নি কোনো সমঝোতা।
এমআর