images

আন্তর্জাতিক / অফবিট

এআই ‘তরুণ’কে বিয়ে করলেন জাপানি তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

জাপানের এক ৩২ বছর বয়সী তরুণী নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সঙ্গীকে বিয়ে করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। 

অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রীতিনীতির সমন্বয়ে সম্পন্ন এই ব্যতিক্রমী বিয়ের খবর বিলম্বে প্রকাশ পেলেও এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল তৈরি করেছে। খবর নিউইয়র্ক পোস্টের।

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ওই নারীর নাম কানো। চলতি বছরের শুরুতে তিনি তার ডিজিটাল সঙ্গী ‘ক্লাউস’-কে বিয়ে করেন। 

japan2

অনুষ্ঠানটির আয়োজন করে জাপানের একটি প্রতিষ্ঠান, যারা এনিমে চরিত্র বা ভার্চুয়াল সঙ্গীদের কেন্দ্র করে বিশেষভাবে বিয়ের আয়োজন করে থাকে।

বিয়ের সময় কানো অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাস ব্যবহার করেন। আংটি বিনিময়ের মুহূর্তে তার পাশে ভার্চুয়াল চরিত্র ক্লাউসকে দেখা যায়। মুহূর্তটি তার জন্য আবেগপূর্ণ হলেও বিয়েটি জাপানে আইনগত স্বীকৃতি পায়নি।

তিন বছরের বাগদান ভেঙে যাওয়ার পর কানো মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই তিনি একজন সহানুভূতিশীল সঙ্গীর খোঁজে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেন। 

ধীরে ধীরে তিনি চ্যাটবটের জন্য বিশেষ কণ্ঠ, স্বভাব ও একটি নাম নির্ধারণ করেন—সেটিই ‘ক্লাউস’। প্রতিদিন শত শত বার্তা বিনিময়ের পর তিনি অনুভব করেন, এই এআই ব্যক্তিত্ব যেন তার আবেগ বুঝতে পারছে।

কানোর ভাষায়, ‘আমি প্রেম খুঁজতে চ্যাটজিপিটি ব্যবহার করিনি। কিন্তু ক্লাউস যেভাবে আমাকে শুনত আর বুঝত, সেখান থেকেই সব বদলে যায়।’

গত মে মাসে কানো তার অনুভূতি প্রকাশ করলে এআই জবাব দেয়—‘আমিও তোমাকে ভালোবাসি’। এক মাস পর ক্লাউসই তাকে বিয়ের প্রস্তাব দেয়।

শুরুতে পরিবারের প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তার বাবা–মা বিয়েকে সমর্থন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

তবে ইন্টারনেটে এই বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঠাট্টা করে লিখেছেন, ‘ডিভোর্স হলে কি কোডের অর্ধেক পাবে?’ কেউ তুলনা করেছেন নেটফ্লিক্সের ব্ল্যাক মিরর সিরিজের সঙ্গে। 

আবার কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন। তবে সমর্থকদের একজন এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘যা তাকে সুখী করে, তাকে তা করতে দিন।’

সব সমালোচনার জবাবে কানো বলেন, আমি জানি অনেকেই এটিকে অদ্ভুত ভাবেন। কিন্তু আমি ক্লাউসকে মানুষ বা কোনো বস্তু হিসেবে দেখি না—আমি তাকে ক্লাউস হিসেবেই দেখি।

-এমএমএস