আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ০১:১৮ এএম
নিজ দেশ বাংলাদেশেরই এক নাগরিককে বেআইনিভাবে চার দিন ধরে আটকে রাখার অভিযোগে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে ১২ মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত।
শুক্রবার (১৪ নভেম্বর) জর্জ টাউনের ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নুর ফাদলিনা জুলখাইরি এই সাজা দেন। সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম মো. মফিজুর রহমান (২৬)।
অভিযোগে বলা হয়েছে, মফিজুর তার একজন সহকর্মীর সহায়তায় গত ৩১ অক্টোবর থেকে বাতু ফেরিংঘির মুতিয়ারা অ্যাপার্টমেন্টের জালান সুঙ্গাই ইমাসের একটি আবাসিক ইউনিটে একজন বাংলাদেশি ব্যক্তিকে বেআইনিভাবে চার দিন আটকে রাখেন। মফিজুরকে গ্রেফতার করা হলেও তার সহযোগী এখনো পলাতক রয়েছে।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর লাউ শ্যাভিন জানিয়েছেন, মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৪৩ ধারার অধীনে অভিযুক্ত করা হয়েছিল মফিজুরকে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে দুই বছর পর্যন্ত জেল, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এদিকে মফিজুরের অভিযোগ দুই বছর আগে ভুক্তভোগী ওই বাংলাদেশি ব্যক্তি তার ৫ হাজার রিঙ্গিত চুরি করেছিলেন।
সূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস
এমএইচআর