আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
আজারবাইজান থেকে দেশে ফেরার পথে জর্জিয়া সীমান্তে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ ঘটনায় বিমানের সব আরোহী হতাহতের আশঙ্কা করছে কতৃপক্ষ।
মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আজারবাইজান থেকে আমাদের দেশে যাওয়ার পথে আমাদের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে জেনে আমরা গভীরভাবে দুঃখিত।’
তিনি আরও বলেন, ‘জর্জিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আল্লাহ যেন আমাদের শহীদদের ক্ষমা করেন।’
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে ক্রু সহ ২০ জন যাত্রী ছিলেন এবং জর্জিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি মন্ত্রণালয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়াও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে স্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এনসোসিয়ালে একটি পোস্টে বলেছেন, তিনি জর্জিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাদজের সঙ্গে ফোনে দুর্ঘটনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। গেলাদজ তাকে জানিয়েছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।’
অন্যদিকে তুর্কি যোগাযোগমন্ত্রী বুরহানেত্তিন ডুরান এনসোসিয়াল পোস্টে বলেছেন, ‘দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারী বিবৃতির ওপর নজর রাখা ও অনির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্য শেয়ার করা থেকে জনসাধারণকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’
সূত্র: আনাদোলু
এমএইচআর