আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ০৮:১১ এএম
জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ঐতিহাসিক এই জয়ে মামদানির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের মূলধারার সব মিডিয়ায় এ নির্বাচনে বাংলাদেশিদের ভূমিকাকে গৌরবোজ্জ্বল বলে উল্লেখ করা হয়েছে। শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান এবার ভোট দিয়েছেন। যার অধিকাংশ ভোটই পেয়েছেন জোহরান মামদানি। মুসলমান হিসেবে ভালোবাসার আবেগকে ধারণ করে বারবার মামদানি বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নির্বাচনে একটি ছোট উদীয়মান বাংলাদেশি কমিউিনিটি মামদানিকে নির্বাচিত করতে যে ভূমিকা রেখেছে তা ফলাও করে প্রচার করেছে নিউইয়র্ক টাইমস। বাংলাদেশিরাই ছিল মামদানির নির্বাচনী প্রচারণার ভ্যানগার্ড।
নির্বাচনের দিন বাংলাদেশি নারীরা ঘর থেকে বের হয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সূর্য ওঠার আগেই। নির্বাচনী প্রচারণায় তারা ডোর টু ডোর প্রচার করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও হুংকারকে তোয়াক্কা না করে ইমিগ্রেন্ট কমিউনিটি মামদানিকে ভোট দিয়েছে। বিলিয়নেয়ার, ট্র্যাডিশনাল রাজনীতিবিদ ও ধনিক শ্রেণির রক্তচক্ষুকে এড়িয়ে মামদানির ভোট কোয়ালিশন এ বিজয় ছিনিয়ে এনেছে।
বিশেষ করে যুব সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মামদানি। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির বিজয় নিশ্চিত হওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার পর সিটির ব্যস্ততম জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রংকস ও ব্রুকলিনে আনন্দ সমাবেশ করেছেন তারা। রাতেই মামদানির প্রধান ক্যাম্পেইন অফিস ম্যানহাটনে ছুটে গেছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। নিউইয়র্ক সিটি নির্বাচনে অধিকাংশ বাংলাদেশি শুরু থেকে জোহরান মামদানির পক্ষে ছিলেন।
গত ২৪ জুন অনুষ্ঠিত প্রাইমারিতেও বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রচারণার কেন্দ্রে ছিলেন জোহরান মামদানি। বাংলাদেশি তরুণ প্রজন্ম বেছে নিয়েছে মামদানিকে।
মামদানির এ বিজয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন ভূঁইয়া, ব্রংকস বাংলাদেশি কমিউনিটি লিডার এম এন মজুমদার, আব্দুস শহীদ, মামুন ইসলাম, জাকারিয়া, কমিউনিটি বোর্ড সদস্য আহসান হাবিব, নুরুল আজিম ও কাজি ফৌজিয়াসহ বাংলাদেশি নেতৃবন্দ পৃথক পৃথক বিবৃতিতে বিজয়ী মামদানিকে অভিনন্দন জানিয়েছেন।
এমএমএস/এমআর