images

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রার্থীর চেয়ে ৭ গুণ বেশি ভোট পেয়েছেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানি উপেক্ষা করে ডেমোক্র্যট প্রার্থী জোহরান মামদানিকেিবিপুল ভোটে বিজয়ী করেছেন নিউইয়র্কবাসী।

৩৪ বছর বয়সি এই মুসলিম যুবক রীতিমতো ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ইতিহাস গড়েছেন। মামদানির বিপরীতে ট্রাম্পের রিপাবলিকান শিবির থেকে প্রার্থী হয়েছিলেন কুর্টিস স্লিওয়া। তিনি পেয়েছেন মাত্র ৭ শতাংশ ভোট। 

576187016_1262480935912451_6260669154162921762_n

এটাকে অনেকে দেখছেন ট্রাম্পের গালে চপেটাঘাতের মতো। কারণ, ট্রাম্পের প্রার্থীর চেয়ে ৭ গুণ বেশি ভোট পেয়েছেন মামদানি। খবর দ্যা গার্ডিয়ান ও সিএনএনের।

মামদানির বিরুদ্ধে প্রচারে নেমে ট্রাম্প নিউ ইয়র্কবাসীকে হুঁশিয়ারিও দেন। তিনি বলেছেন, যদি নিউ ইয়র্ক একটি কমিউনিস্ট মেয়র বেছে নেয়, তা হলে আমি ওই শহরের জন্য ফেডারেল অর্থবরাদ্দ বন্ধ করে দেব, যতক্ষণ না আইন আমাকে তা দিতে বাধ্য করছে।

মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের প্রেক্ষিতে মামদানিও বলেছিলেন, ট্রাম্প বুঝে গিয়েছেন, নিউ ইয়র্কবাসী এবার পরিবর্তন চাইছেন। এই হুমকি শুধু আমার বিরুদ্ধে নয়, বরং নিউইয়র্কের মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার এক প্রচেষ্টা।

আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি। ৩৪ বছর বয়সি এই মুসলিম যুবকই হবেন গত ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে নিউইয়র্কের কনিষ্ঠতম মেয়র। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানিই সার। মামদানি ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। ডেমোক্র্যাটিক পার্টির এই নেতার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্রচার করে যাচ্ছিলেন ট্রাম্প। ‘কমিউনিস্ট’ প্রার্থী জোহরান ভোটে জিতলে নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় সরকারি অনুদান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

মামদানির জন্ম ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায়। তবে তার বেড়ে ওঠা নিউইয়র্ক শহরে। মামদানির বাবা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। মাহমুদেরও শিকড় ছড়িয়ে রয়েছে ভারতে।

মামদানির বিপরীতে ট্রাম্পের রিপাবলিকান শিবির থেকে প্রার্থী হয়েছিলেন কুর্টিস স্লিওয়া। মামদানির ধারেকাছেও ঘেঁষতে পারেননি তিনি। মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এবং ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে মামদানি পেয়েছেন ৫০ শতাংশেরও বেশি ভোট। স্লিওয়া পেয়েছেন ৭ শতাংশ ভোট। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৪০ শতাংশ ভোট।

মামদানিই হবেন নিউইয়র্কের প্রথম ইসলাম ধর্মাবলম্বী মেয়র। নির্বাচনী প্রচারের সময়ে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি নিউইয়র্ক শহরে জীবনধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। 

এমনকি দীর্ঘ দিন শহরে যারা ভাড়াবাড়িতে রয়েছেন, তাদের ভাড়া মকুবের কথাও বলেছিলেন। মনে করা হচ্ছে মীরা-পুত্রের সেই আশ্বাসেই ভরসা রেখেছেন নিউ ইয়র্কবাসী। 

-এমএমএস