আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
আমেরিকার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। তিনি সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হলেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন মামদানি।
মঙ্গলবার (০৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার (০৪ নভেম্বর) সকাল ৮টা)। এরপরই গণনা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) প্রায় ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। এটি গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
এর আগে ১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ মানুষ ভোট দিয়েছিলেন। সে সময় রিপাবলিকান প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
>> আরও পড়তে পারেন
এবারের নির্বাচনে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন— যা নিউইয়র্কে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম ভোট।
ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি শহরের অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জীবনযাত্রার ব্যয় কমানো ও সাধারণ নাগরিকের জীবনমান উন্নয়নের কথা উল্লেখ করেছেন। তরুণসহ বিভিন্ন শ্রেণির ভোটারের মধ্যে তার প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো, যার প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রগুলোতে।
/এএস