images

আন্তর্জাতিক

আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোরেরা!

৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম

এটিএম বুথে চুরি বা ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। তবে এবার ঘটেছে একেবারে সিনেমার মতো কাণ্ড- আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে পালিয়েছে চোরের দল!

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরের ব্রুকল্যান্ডস স্কয়ার এলাকায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে এলাকার এক সুপারমার্কেটে এ চুরির ঘটনা ঘটে। 

চুরির সময় এক প্রত্যক্ষদর্শী দূর থেকে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। খবর বিবিসির।

ভিডিওতে দেখা যায়, কালো মুখোশ পরা কয়েকজন ব্যক্তি একটি গাড়ি ও ভারী নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে মার্কেটের সামনে আসেন। 

এরপর টেলিহ্যান্ডলারের সাহায্যে দোকানের একাংশ ভেঙে পুরো এটিএম মেশিনটি তুলে নিয়ে যায় তারা। কয়েক মিনিটের মধ্যেই গাড়িতে করে পালিয়ে যায় চোরেরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। কর্মকর্তারা জানান, এটিএম তোলার সময় মার্কেটের ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

-এমএমএস