আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম
আফগানিস্তানের গভীরে হামলা চালানো হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারকে সতর্ক করে বলেছেন, যদি আফগানিস্তানের মাটি পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়, তাহলে ইসলামাবাদ ‘আফগানিস্তানের গভীরে’ হামলা চালাবে।
সাম্প্রতিক সীমান্ত সংঘাত বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে তিনদিন বৈঠক করেছে আফগানিস্তান ও পাকিস্তান। তবে কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কার্যক্রম ঠেকাতে আফগানিস্তান তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে।
বুধবার পার্লামেন্ট ভবনে সাংবাদিকরা পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাইলে খাজা আসিফ বলেন, ‘আমরা হামলা করবো, অবশ্যই করবো। যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, এক্ষেত্রে যদি আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানের গভীরে যেতে হয়, আমরা অবশ্যই তা করব।’
পৃথকভাবে এক এক্স বার্তায় তালেবান নেতাদের উদ্দেশ্য করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা অনেক দিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহাস সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যেকোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলার জন্য তোমাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। নিজেদের ধ্বংস চাইলে আমাদের সংকল্প এবং ক্ষমতা পরীক্ষা করে দেখতে পারো।’
While on the request of brotherly countries who were persistently being beseeched by Taliban Regime, Pakistan indulged in talks to give peace a chance, venomous statements by certain Afghan officials clearly reflect the devious and splintered mindset of Taliban regime.
— Khawaja M. Asif (@KhawajaMAsif) October 29, 2025
Let me…
আসিফ বলেন, ‘কাবুলের শাসকদের কাছ থেকে ক্রমাগত আকুতি এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর অনুরোধে পাকিস্তান আলোচনায় অংশ নিয়েছে। তবে কিছু আফগান কর্মকর্তার বিদ্বেষপূর্ণ বক্তব্য স্পষ্টতই তালেবান শাসনের বিকৃত এবং বিভক্ত মানসিকতার প্রতিফলন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি তাদের আশ্বস্ত করতে চাই যে পাকিস্তানকে তালেবান শাসনকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এবং তাদের আবার গুহায় ঢুকিয়ে দিতে আমাদের অস্ত্রাগারের একাংশও ব্যবহার করার প্রয়োজন হবে না। যদি তারা তোরা বোরায় তাদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যের পুনরাবৃত্তি চায়, তবে সেই দৃশ্য আবার দেখা যাবে। আর এটি অবশ্যই এই অঞ্চলের মানুষের জন্য দেখার মতো একটি দৃশ্য হবে।’
আসিফ আরও অভিযোগ করেন, তালেবান শাসকরা আফগানিস্তানকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, এটি তার করছে ক্ষমতা ধরে রাখতে এবং যুদ্ধের মাধ্যমে তারা যে অর্থ রোজগার করে সেটি অব্যাহত রাখার জন্য।
তিনি আরও বলেন, ‘তালেবানরা নিজেদের দুর্বলতা এবং যুদ্ধের ফাঁকা আওয়াজ সম্পর্কে তারা ভালো করেই জানে, তবুও তারা নিজেদের ভেঙে পড়া ভাবমূর্তি ধরে রাখতে যুদ্ধের দামামা বাজাচ্ছে। তারা যদি আফগানিস্তান ও এর সাধারণ মানুষকে আবার শেষ করে দিতে চায়, তবে তাই হোক।’
তিনি বলেন, ‘তালেবান সরকারের যুদ্ধবাজরা, যারা এই অঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত রাখতে চায়, তাদের জানা উচিত যে তারা সম্ভবত আমাদের সংকল্প এবং সাহসকে ভুল বুঝেছে। যদি তালেবান সরকার আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাহলে ইনশাআল্লাহ বিশ্ব দেখবে তাদের হুমকিগুলো একটি সার্কাসের মতো শুধুই প্রদর্শনীমূলক ছিল।’
সূত্র: ডন
এমএইচআর