images

আন্তর্জাতিক

জাতিসংঘে গাজা নিয়ে ট্রাম্পের ভণ্ডামি

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা এটি থামাবই।

ট্রাম্প আরও বলেন, আমাদের এটি সম্পন্ন করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনাও করতে হবে। আমাদের বন্দিদের ফেরত আনতে হবে। 

তিনি উল্লেখ করেছেন, গাজায় যুদ্ধের কারণে ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। কিন্তু বিশ্ববাসী ভালো করেই জানেন, গাজায় যুদ্ধের পুরো রশদই যোগাচ্ছেন ট্রাম্প। এমনকি, ফিলিস্তিনিদের আফ্রিকায় পাঠিয়ে গাজায় আবাসিক এলাকা গড়ারও পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প আরও যুক্তি দিয়েছেন যে, হামাস বারবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করছে। আসলে ইসরায়েলই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, সাম্প্রতিক কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে তিনি হামাসকে ‘পুরস্কার’ হিসেবে দেখছেন।

এদিকে, নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পুলিশি বাধা থেকে মুক্ত হতে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেওয়া হয় অন্যান্য সড়ক। এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও। 

-এমএমএস