আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
পাকিস্তান ও সৌদি আরব তাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে ‘কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছে। চুক্তি অনুযায়ী, কোনো দেশ যদি আক্রমণের শিকার হয়, তাহলে তা উভয় দেশ মিলেমিশে ‘আগ্রাসন’ হিসেবে বিবেচনা করবে এবং যৌথভাবে জবাব দেবে।
বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে দুই নেতার মধ্যে বৈঠক হয়, যেখানে তারা দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় দু’দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রকাশ। ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে প্রায় আট দশকের ইতিহাসবাহী বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামি সংহতির ভিত্তিতে এই চুক্তি হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দুই দেশের প্রতিনিধিদল তাদের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে। পাশাপাশি পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।
সৌদি আরব সফরকালে শাহবাজ শরিফকে গার্ড অব অনার দেওয়া হয় এবং ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার পথনির্দেশও নির্ধারণ করা হয়।
এইউ