images

আন্তর্জাতিক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে এমপিদের ভোটে দুই বছরের মধ্যে থাইল্যান্ডে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসনসংখ্যা ৪৯২। জয়ের জন্য কমপক্ষে ২৪৭টি ভোট প্রয়োজন হলেও আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন এমপি।

অন্যদিকে আনুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা চাইকাসেম নিতিসিরি। তিনি ভোট পেয়েছেন ১৫২টি। আর ২৭ জন এমপি ভোটদানে বিরত ছিলেন।

৫৮ বছর বয়সী আনুতিন ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হবেন, যাকে কম্বেডিয়ার নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত মাসে বরখাস্ত করেছিল দেশটির সাংবিধানিক আদালত।

এর আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আনুতিন। ২০২২ সালে গাঁজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণের জন্য সবচেয়ে বেশি পরিচিত পান তিনি।

সূত্র: বিবিসি, আলজাজিরা

এমএইচআর