images

আন্তর্জাতিক

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলী প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বেড়ে ১৫ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার।  

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাতে কোয়েটার সারিয়াব রোডে শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। জাতীয়তাবাদী নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল বিএনপি।

স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, অত্যন্ত ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে’ আত্মঘাতী হামলাকারী সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি এবং সমাবেশস্থল থেকে বেশ দুরেই বিষ্ফোরণ ঘটায়। 

তিনি আরও বলেন, বিস্ফোরণে আহত ৩৮ জনের মধ্যে আটজন বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 
 
রাজনৈতিক সমাবেশে এই হামলাকে ‘বেলুচিস্তানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য সন্ত্রাসীদের ঘৃণ্য ষড়যন্ত্রের জঘন্য প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির জন্য গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন।

এদিকে এই হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী প্রদেশে বেলুচিস্তানের নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।  

সূত্র: জিও নিউজ

এমএইচআর