images

আন্তর্জাতিক

স্বামী-সন্তানসহ টিকটক তারকা খুন!

আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

প্লাস্টিকে মোড়ানো মেক্সিকোর জনপ্রিয় টিকটক তারকা, তার স্বামী এবং দুই সন্তনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। 

নিহতের নাম এসমেরাল্ডা ফেরার গারিবে। তার স্বামী রবার্তো কার্লোস গিল, পুত্র গেইল সান্টিয়াগো এবং কন্যা রেজিনার দেহ একইভাবে উদ্ধার হয়েছে সান আন্দ্রেস থেকে। খবর দ্যা মেইলের।

ল্যাটিন টাইমস-এর প্রতিবেদন বলছে, একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। যে ট্রাক থেকে টিকটকার এবং তার স্বামী ও সন্তানের মরদেহ উদ্ধার হয়েছে, সেই ট্রাকটিকে একটি দোকানের সামনে দাঁড়াতে দেখা গেছে। 

সেই ফুটেজ থেকে দোকানের হদিস পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ওই দোকানে রক্তের দাগ, কার্তুজের খোল উদ্ধার হয়েছে। তা থেকেই তদন্তকারীদের সন্দেহ, টিকটকারের পরিবারকে এই দোকানেই খুন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। গাড়ি সারানোর ওই দোকানের দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু পোক্ত কোনও প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তবে পুলিশ বলছে, টিকটাকের পুরো পরিবারের খুনের ঘটনায় হিংসার ছায়া দেখছেন তদন্তকারীরা।

গারিবের রয়েছে ৪৪ হাজার অনুগামী। বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। সমাজমাধ্যমে তার জনপ্রিয়তাও ছিল বিপুল। 

tic

টিকটকার, তার স্বামী এবং দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে। কারা তাদের খুন করল, খুনের নেপথ্য কোন কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

-এমএমএস