আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ এএম
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। রোববার রাতের এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির নানগারহার ও কুনার প্রদেশ।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এটি অনুভূত হয় পাকিস্তান সীমান্তবর্তী এলাকায়। অনেক ঘরবাড়ি ধসে পড়ে। মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে বাইরে ছুটে আসে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূকম্পন শুরু হয়। উৎপত্তিস্থল ছিল মাটির ৮ কিলোমিটার গভীরে।
প্রথম কম্পনের পর আরও অন্তত তিনবার কাঁপে এলাকা। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল ৫.২।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে নানগারহার ও কুনারের বিভিন্ন হাসপাতালে।
ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল, রাজধানী কাবুলেও এটি অনুভূত হয়। এমনকি ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।
আফগানিস্তানে এমন দুর্যোগ নতুন নয়। কিন্তু প্রতিবারই ক্ষয়ক্ষতির চিত্র হৃদয়বিদারক হয়ে ওঠে। দেশটি এমনিতেই অর্থনৈতিক ও মানবিক সংকটে ভুগছে। তার ওপর এই ধরনের দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উদ্ধার অভিযান এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
এইউ