আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম
আফ্রিকার দেশ কঙ্গোতে গত এক সপ্তাহে আইএস সমর্থিত বিদ্রোহীদের হাতে কমপক্ষে ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (এমওএনইউএসসিও) সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
জাতিসংঘ জানিয়েছে, গত ৯ থেকে ১৬ আগস্টের মধ্যে পূর্ব উত্তর কিভু প্রদেশের বেনি এবং লুবেরো অঞ্চলগুলোকে লক্ষ্য করে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) হামলা চালিয়েছে।
এর ফলে এই হতাহতের ঘটনা ঘটে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি স্বাক্ষরিত একাধিক শান্তি চুক্তি সত্ত্বেও, দেশটির পূর্বে সেনাবাহিনী এবং এম২৩ জঙ্গি গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষের ফলে নতুন করে এই সহিংসতা দেখা দিয়েছে।
সরকার এবং এম২৩ গত ১৮ আগস্টের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছিল, কিন্তু সোমবার কোনও চুক্তি ঘোষণা করা হয়নি।
এমওএনইউএসসিও জানিয়েছে, সর্বশেষ সহিংসতার ঘটনায়- অপহরণ, লুটপাট, বাড়িঘর, যানবাহন এবং মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এবং ইতিমধ্যেই একটি অনিশ্চিত মানবিক পরিস্থিতির মুখোমুখি জনগোষ্ঠীর সম্পত্তি ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: ভেঙে যেতে পারে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
কঙ্গোর আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এলঙ্গো কিয়োন্ডোয়া মার্ক বলেছেন, কঙ্গো বাহিনীর কাছে পরাজয়ের পর জঙ্গিরা বেসামরিক নাগরিকদের উপর প্রতিশোধ নিচ্ছে।
লুবেরোর বাপেরে সেক্টরের প্রধান ম্যাকেয়ার সিভিকুনুলা এর আগে বার্তা সংস্থা রয়র্টার্সকে বলেন, তারা প্রথমে বাসিন্দাদের ঘুম থেকে জাগিয়ে তোলে, তাদের এক জায়গায় জড়ো করে, দড়ি দিয়ে বেঁধে, এবং তারপর চাপাতি এবং খোঁচা দিয়ে তাদের গণহত্যা শুরু করে।
গত মাসে ইতুরি প্রদেশের কোমান্ডা শহরে এই গোষ্ঠীটি প্রায় ৪০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
-এমএমএস