images

আন্তর্জাতিক

সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে পাঁচ নারীসহ ১১ প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান-এ পতিতাবৃত্তিতে জড়িত সন্দেহে ১১ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটি আইন-শৃঙ্খলা বাহিনী। 

মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নাজরান শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট থেকে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১১ জন প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। তবে গ্রেফতাকৃতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটিজ ফোর্স, জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি এবং অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে পতিতাবৃত্তি, ব্যভিচার এবং সমকামিতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ২০২০ সালের আগে এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে জনসমক্ষে বেত্রাঘাত করা হতো। তবে ২০২০ সালের এপ্রিল মাসে বেত্রাঘাতের শাস্তি বাতিল করে অভিযুক্তদের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানার বিধান চালু করে সৌদি সুপ্রিমকোর্ট। এছাড়াও একই ধরনের অপরাধের জন্য বিদেশি নাগরিকদের নির্বাসন ও কিছু ক্ষেত্রে শাস্তির মুখোমুখি হতে হয়। 


-এমএইচআর