আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম
বাণিজ্যিক টানাপোড়নের মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন রুটের সরাসরি ফ্লাইট পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে ভারতের প্রধান বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, দুটি প্রধান কারণে এই পরিষেবা স্থগিত রাখা হচ্ছে। প্রথমত, এয়ার ইন্ডিয়ার ২৬টি বোয়িং ৭৮৭-৮ বিমান বর্তমানে আধুনিকীকরণের কাজের জন্য পরিষেবা থেকে সরানো হয়েছে। এই কাজ চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। ফলে বিমানের সংখ্যা কমে যাওয়ায় অন্যান্য গুরুত্বপূর্ণ রুট সচল রাখতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দূরপাল্লার ফ্লাইটগুলোতে বোয়িংয়ের ৭৮৭-৮ সিরিজের বিমানগুলো ব্যবহার করে এয়ার ইন্ডিয়া।
দ্বিতীয়ত, পাকিস্তানের আকাশসীমা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিমানগুলোকে বিকল্প পথে অনেকটা বেশি দূরত্ব উড়তে হচ্ছে, যা সময় ও খরচ, দুটোই বাড়িয়ে দিচ্ছে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১ সেপ্টেম্বরের পর যারা দিল্লি-ওয়াশিংটন রুটে টিকিট বুক করেছেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে অথবা বুকিংয়ের টাকা ফেরত দেওয়া হবে। সরাসরি ফ্লাইট বন্ধ হলেও যাত্রীরা ‘ওয়ান স্টপ’ পরিষেবার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যেতে পারবেন। এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা আলাস্কা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্সের মাধ্যমে নিউইয়র্ক, শিকাগো, নেওয়ার্ক, সান ফ্রান্সিসকো ও ওয়াশিংটন ডিসি পৌঁছনো সম্ভব হবে।
এদিকে উত্তর আমেরিকার অন্যান্য দেশে সঙ্গে এয়ার ইন্ডিয়ার সরাসরি সংযোগ অপরিবর্তিত থাকছে। কানাডোর ভ্যানকুভার, টরেন্টোসহ ছয়টি শহরে সরাসরি ফ্লাইট আগের মতো চালু থাকবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ জুন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে থেকে ২৪২ জন যাত্রীসহ যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই একটি মেডিকেল ছাত্রবাসের ওপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এ দুঘর্টনায় এই দুর্ঘটনায় বিমানটির ২৩০ জন যাত্রী, ১২ জন ক্রুসহ প্রাণ হারিয়েছেন ২৭৯ জন, যা ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে। ঘটনাচক্রে ওই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আরও বেশ কয়েকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসব ত্রুটির কারণে গত দুই মাসে বেশ কিছু ফ্লাইট বাতিলও করেছে বিমান পরিবহন সংস্থাটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমএইচআর