আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পিএম
বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ মূল্যে পোঁছেছে। সোমবার (১১ আগস্ট) ভার্চুয়াল এ মুদ্রাটির দর উঠেছে ১ লাখ ২২ হাজার ৩০০ ডলারে, যা সর্বকালের সর্বোচ্চ।
চলতি বছরের প্রথম দিক থেকেই হু হু করে বাড়ছে বিটকয়েনের দাম। গত জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত ভার্চুয়াল মুদ্রাটির দর বেড়েছে প্রায় ১০৫ শতাংশ। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহে তা ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। বিটকয়েন ছাড়াও ইথেরিয়াম, বাইন্যান্স কয়েন ও সোলানার মূল্য বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বিশ্লেষণ সংস্থা কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, বিটকয়েনসহ বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল্য গত ২৪ ঘন্টায় প্রায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে বিটকয়েনের বাজার মূলধন গত ২৪ ঘন্টায় ২ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৪১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যার দৈনিক লেনদেনের পরিমাণ ৭৭.৬ বিলিয়ন ডলার।
অন্যদিকে দ্বিতীয় শক্তিশালী ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম-এর দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে প্রতি ইথেরিয়াম বিক্রি হচ্ছে ৪ হাজার ২০৭ ডলারে, যা এক সপ্তাহে প্রায় ১৫ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি।
এছাড়া, বাইন্যান্স কয়েন এক সপ্তাহে প্রায় ৬ দশমিক ৭১ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছে ৮০০ ডলারের কাছাকাছি। একইভাবে, সোলানা-এর দাম এক সপ্তাহে ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ১৭৯ ডলার ৬০ সেন্টে লেনদেন হচ্ছে।
গত জানুয়ারিতে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ফলে এখন প্রথাগত পদ্ধতিতে মুদ্রাটিতে বিনিয়োগ করতে পারছেন বিনিয়োগকারীরা। এতে বিটকয়েন তহবিলে প্রবাহ বেড়েছে।
প্রসঙ্গত, বিট কয়েন আসলে কোনো কয়েন নয়। এটি একটি ভার্চুয়াল মুদ্রা, যা অনলাইনের মাধ্যমে লেনদেন করা হয়। বিট কয়েনের সাংকেতিক প্রতীক হল BTC, এবং এর ক্ষুদ্র একক হল সাতোশি। ১ বিট কয়েন সমান ১০০০ মিলি বিটয়েন এবং সাতোশি ১ বিটকয়েন সমান ১ কোটি সাতোশি।
অন্যদিকে, যেহেতু এটি একটি ক্রিপ্টোক্রারেন্সি সিস্টেম তাই অনলাইনে সকল প্রকার বৈধ ও অবৈধ কাজে এটি ব্যবহার করা হয় এবং যেহেতু নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা নেই তাই বিটকয়েনের মাধ্যমে লেনদেন করলে কে বা কারা করছে এটি ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
সূত্র: আনাদোলু, রয়টার্স
এমএইচআর