images

আন্তর্জাতিক

পদ্মা সেতু: শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২২, ০৫:৩৫ পিএম

পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ

শুক্রবার (২৪ জুন) তিনি এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

ওই চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তিতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও দেশটির জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই।

তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এ সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটা বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।’

শাহবাজ শরিফ আরও বলেছেন, ‘আমি এমন উৎসবমুখর সময়ে দেশটির প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। এছাড়া আমি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাতে চাই।’

সূত্র : টিবিএস

এমইউ