images

আন্তর্জাতিক

শিগগিরই ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট ২০২৫, ০৮:১৮ এএম

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে সেই তেল আবার খোলা বাজারে বিক্রি করে লাভ করছে। তার ভাষায়, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে, অথচ ভারত তাদের কাছ থেকে তেল কিনে সেগুলো আবার বিক্রি করে প্রচুর অর্থ আয় করছে।

তিনি আরও বলেন, ভারতকে ভালো বাণিজ্যিক মিত্র বলা যায় না। তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, আমাদের দেশে পণ্য রফতানি করে। কিন্তু আমরা তাদের সঙ্গে তেমন বাণিজ্য করি না। এই অসম বাণিজ্যের কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক দিয়েছি। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে।

এর আগে, সোমবারও ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে রক্তপাত চালালেও ভারত যেন তা উপেক্ষা করে তেল কেনা চালিয়ে যাচ্ছে।

এদিকে ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত নিজের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। সূত্র: এনডিটিভি

এইউ