images

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা-ভূমিধসে ৪ জন নিহত, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক

০৫ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের একটি গ্রামে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (০৫ আগস্ট) রাজ্যের ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় এই ঘটনা ঘটেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উত্তরকাশীর ধারালি গ্রামে ভেতর দিয়ে পাহাড় থেকে তীব্র পানির স্রোত বয়ে যাচ্ছে এবং বহু বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে আতঙ্কিত লোকজনের চিৎকার শোনা যাচ্ছে

উত্তরকাশী পুলিশ ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করেছে এবং নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে আহ্বান জানিয়েছে। 

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ইতোমধ্যেই জরুরি দলগুলো উদ্ধার কাজ শুরু করেছে।

 

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘ধারালি (উত্তরকাশি) অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দল যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। এই বিষয়ে, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি সকলের নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি

উত্তরাখণ্ডে চলতি বর্ষা মৌশুমে ভারী একটানা বৃষ্টিপাত হচ্ছে, এতে হরিদ্বারে গঙ্গাসহ প্রধান নদীগুলো এখনও উত্তাল। গতকাল সোমবারও বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় দু'জন মারা গেছেন এবং রুদ্রপ্রয়াগ জেলায় পাহাড়ের ঢাল থেকে পড়া পাথর ও ধ্বংসাবশেষের নিচে দুটি দোকান চাপা পড়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) মঙ্গলবার পাহাড়ি রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। এছাড়া সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএইচআর