আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হয়েছিলেন লাখো মানুষ।
ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রোববার (৩ আগস্ট) হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও।
‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন।
তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। খবর রয়টার্সের।
এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন।
রাজ্যের প্রধান ও নিউসাউথ ওয়েলস পুলিশ শহরের ‘প্রতীক’ হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয়, মিছিলটি এগিয়ে যেতে পারে।
নিউসাউথ ওয়েলস পুলিশের মতে, তারা শত শত নিরাপত্তাকর্মী মোতায়েন করছে এবং বিক্ষোভকারীদের ‘শান্তিপূর্ণ’ থাকার আহ্বান জানিয়েছে।
মেলবোর্নেও একই সময়ে একই ধরণের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানের ব্যাপক পুলিশ উপস্থিত ছিল।
অন্যদিকে, এদিনই গাজা দখল করে সেখানে ইসরায়েলের সম্পূর্ণ সার্বভৌম শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গাভির।
জেরুজালেমে একটি বিতর্কিত জায়গায় রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন ইটামার।
-এমএমএস