আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১২:০১ পিএম
দু'দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়ে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল।
লাহোর সফর শেষে রোববার (৩ আগস্ট) সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। খবর তেহরান টাইমসের।
পরে দেশ দুটির উচ্চপদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে, ইরান ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১২টি চুক্তি স্বাক্ষর করেন। দুই প্রতিবেশীর মধ্যে স্বাক্ষর করা চুক্তিতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, বিচার, শিল্প, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং কৃষি খাতে সহযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে নিহত বেড়ে ৬৮
সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রিয় পাকিস্তানে এসে আমি খুবই আনন্দিত। এদেশ আমার দ্বিতীয় ঘর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় ইরানের প্রতি পাকিস্তান সরকারের, সংসদের, রাজনৈতিক দলগুলোর এবং আলেম সমাজের সমর্থন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল।’
তিনি জানান, দুই দেশের মধ্যে বর্তমানে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য বিদ্যমান, যা স্বল্প সময়েই ১০ বিলিয়নে উন্নীত করা সম্ভব। বাণিজ্য, পর্যটন, যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
এই সফরে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, পর্যটন, পরিবহন, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ ১২টি চুক্তি সই হয়।
চুক্তিগুলো সীমান্ত বাজার, যৌথ অর্থনৈতিক অঞ্চল, রেল-সড়ক-নৌপথে পরিবহন বাড়ানো এবং সীমান্ত শহরগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে সহযোগিতাকে কেন্দ্র করে।
তিনি বলেন, সীমান্তে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।
-এমএমএস