আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
এরই মধ্যে এবার আমেরিকার কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা হিমঘরে পাঠাচ্ছে ভারত। ভারত নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে যে তারা আর এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়। খবর ব্লুমবার্গ ও হিন্দুস্তান টাইমসের।
ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় এফ-৩৫ বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে এরপর প্রতিরক্ষা খাতে ভারত আত্মনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে।
আনও পড়ুন: গাজায় ত্রাণ আনতে গিয়ে নিহত শতাধিক
এরই মধ্যে আবার সম্প্রতি আমেরিকায় দু'টি এফ-৩৫ যুদ্ধবিমান ভেঙে পড়ে। এদিকে আমেরিকায় তৈরি ব্রিটিশ নেভির এফ-৩৫ কেরালায় ৩৮ দিন 'গরমের ছুটি' কাটিয়ে গিয়েছে। তিরুবনন্তপুরমে জরুরি অবতরণের পর সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।
গত ১৪ জুন রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানটি।
প্রাথমিকভাবে জানা যায়, জ্বালানি কম থাকায় বিমানটি তিরুবন্তপুরম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছিল। পরে রিপোর্টে দাবি করা হয়, বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে।
তবে বিমানটি তিরুনন্তপুরমে অক্ষত অবস্থায় অবতরণ করতে পেরেছিল। যদিও এপরপর থেকে ৫ সপ্তাহেরও বেশি সময় ধরে সেটিকে সচল করা যায়নি।
আনও পড়ুন: শিশু জন্ম দিলেই মা-বাবা পাবেন ৫০০ ডলার!
এদিকে দুদিন আগে ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ে মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-এর অন্তর্গত ছিল। তবে কী ভাবে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এ সব কারণে ট্রাম্পের প্রস্তাব পেলেও নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও টানাপড়েন দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে।
এই প্রেক্ষাপটেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চমূল্যের যুদ্ধবিমান কেনা নিয়ে ভারত আরো সতর্ক হয়ে উঠেছে।
-এমএমএস