আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম
জন্মহার কমাতে গিয়ে বেশ বিপাকে পড়েছে চীন। এখন উল্টো জন্মহার বাড়াতে গিয়ে বড় সিদ্ধান্ত নিল চীন সরকার। এখন থেকে ৩ বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বাবা-মাকে বছরে ৩,৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার) করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৬১ হাজার।এই উদ্যোগ ২০২৫ সাল থেকে গোটা চীনে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকারি টিভি চ্যানেল সিসিটিভি।
প্রায় এক দশক আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দেশটির বিতর্কিত এক সন্তান নীতি বাতিল করে। নীতি তুলে নেওয়ার পরও এই হার বাড়েনি। খবর বিবিসির।
এবার সরকার পরিবারগুলোকে উৎসাহ দিতে এই সরাসরি অর্থ সহায়তা চালু করছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২ কোটি পরিবার উপকৃত হবে।
আরও পড়ুন:
সরকার জানিয়েছে, একটি শিশুর জন্য সর্বোচ্চ ১০,৮০০ ইউয়ান পর্যন্ত ভাতা পাওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ লাখ ৮৫ হাজার টাকা। এমনকি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেও আংশিক ভাতা মিলবে।
চীনের বিভিন্ন শহরে ইতিমধ্যে নানা ধরনের ভাতা চালু রয়েছে। হোহহত শহরে তিন সন্তান থাকলে প্রতি শিশুর জন্য এককালীন ১ লাখ ইউয়ান দেওয়া হয়। শেনইয়াং শহরে তৃতীয় সন্তানের জন্য মাসে ৫০০ ইউয়ান করে ভাতা মেলে।
আরও পড়ুন:
গবেষণা অনুযায়ী, চীনে একটি সন্তানকে ১৭ বছর পর্যন্ত বড় করতে গড়ে ৭৫,৭০০ ডলার খরচ হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯৩ লাখ টাকা। এত খরচের কারণে অনেকেই সন্তান নিতে ভয় পাচ্ছেন। সরকার তাই এই আর্থিক চাপ কমাতে উদ্যোগ নিচ্ছে।
চীনের বর্তমান জনসংখ্যা প্রায় ১.৪ বিলিয়ন হলেও প্রতি বছর তা কমছে। এর ফলে ভবিষ্যতে শ্রমশক্তি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
-এমএমএস