আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্র এবং জাতিসংঘসহ অন্যান্য দাতাগোষ্ঠী পরিচালিত কনভয়গুলোতে ত্রাণ নিতে গিয়ে গত মে মাসে শেষ দিক থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার (০১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর)।
এতে বলা হয়েছে, ‘ গত ২৭ মে থেতে ৩১ জুলাই পর্যন্ত গাজায় খাদ্য সংগ্রহের চেষ্টা করার সময় ১ হাজার ৩৭৩ জন নিহত হওয়ার বিষয়টি রেকর্ড করা হয়েছে। নিহতদের মধ্যে ৮৫৯ জন জিএইচএফের ত্রাণ কেন্দ্রে বা এর কাছে নিহত হয়েছেন। বাকি ৫১৪ জন জাতিসংঘ ও এর অনান্য অংশীদারদের পরিচালিত ত্রাণ কনভয়ের পথে বা কাছাকাছি এলাকায় খাদ্যের সন্ধানে গিয়ে নিহত হয়েছেন।’
ওএইচসিএইচআর আরও বলেছে, নিহত বেশিরভাগকেই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। সংস্থাটি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে চিকিৎসা মানবাধিকার এবং মানবিক সংস্থাগুলো।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ২৭ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ শুক্রবারও ৫৩ নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর এই ‘মৃত্যুর ফাঁদে’ এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজারের ৩৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৯ হাজারের ২১৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন বহু ফিলিস্তিনি।
মিডিয়া অফিস বলছে, ‘এই তথাকথিত “ত্রাণ কেন্দ্রগুলোতে” যা ঘটছে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ, যার জন্য ইসরায়েলি দখলদারিত্ব প্রাথমিক এবং প্রত্যক্ষভাবে দায়ী। আমরা এই চলমান অপরাধের তীব্র নিন্দা জানাই, যেখানে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের প্রলুব্ধ করা হয় এবং তারপর পূর্ব-নির্ধারিত সময়সূচী অনুসারে প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে এবং ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করা হয়।’
গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, ‘দখলদাররা খাদ্যকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাকে তারা “সহায়তা” বলে দাবি করে কিন্তু ধ্বংস ও আধিপত্য বিস্তারের হাতিয়ারে পরিণত করছে।’
প্রসঙ্গত, ১১ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে অবরোধের পর আন্তর্জাতিক চাপে গত ২৭ মে জাতিসংঘকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জিএইচএফ— ত্রাণ বিতরণ সংস্থা খোলার ঘোষণা দেয় ইসরায়েলি।
জাতিসংঘসহ অন্যান্য খাদ্য সংস্থা জিএইচএফর এই কার্যক্রমে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে, এই উদ্যোগ মানবিক নীতিমালা লঙ্ঘন করে এবং ত্রাণকে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের ঝুঁকি তৈরি করে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর