images

আন্তর্জাতিক

‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্র নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যায়ে ভারতের একাধিক রাজ্যকে অন্তর্ভুক্ত করে ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্ক হয়েছে।

শুক্রবার রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে জানতে চান- সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যায়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়। নয়াদিল্লি বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়টি কূটনৈতিক স্তরে তুলে ধরেছে কি না? 

এছাড়াও বাংলাদেশের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক সখ্যতার পর ভারত সরকার নিরাপত্তা আরও বাড়িয়েছে কি না, তাও জানতে চান তিনি। 

জবাবে এক লিখিত বিবৃতিতে জয়শঙ্কর বলেন, ‘আমরা এ ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেকার প্ল্যাটফর্ম ‘বাংলা ফ্যাক্ট’ বরাত দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে, “সালতানাত-ই-বাংলা” নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।’

তিনি আরও জানান, ‘চলতি বছরের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগে বাংলা সুলতানদের রাজত্বের একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। ওই প্রদর্শনীর আয়োজকদের দাবি, কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই।’

জয়শঙ্কর বলেন, ‘ভারত সরকার এই বিষয়টির নোট নিয়েছে। আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস


এমএইচআর