images

আন্তর্জাতিক

ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র সম্ভব না: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম

ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘এই দেশগুলোর কোনোটিরই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই। ইসরায়েল যদি এতে সম্মত না হয় তবে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সম্ভব হবে না।’

রুবিও বলেন, ‘তারা আপনাকে বলতেও পারবে না যে এই ফিলিস্তিনি রাষ্ট্রটি কোথায়। তারা আপনাকে এটাও বলতে পারবে না যে রাষ্ট্রটি কে বা কারা পরিচালনা করবে।’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এখনও ২০ ইসরায়েলি জিম্মিকে বন্দি করে রেখেছে এবং ৫০ জনেরও বেশি মানুষের মরদেহ আটকে রেখেছে উল্লেখ করে রুবিও পশ্চিমা দেশগুলোকে হামাসের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করেন।

পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দিনশেষে হামাসের পক্ষই ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষ। তাই আপনারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তাদেরকেই পুরষ্কৃত করার চেষ্টা করছেন।’

এদিকে পশ্চিমা দেশগুলোর দাবি, ফিলিস্তিনি রাষ্ট্রেকে স্বীকৃতি কোনো পুরষ্কার নয়, বরং এই অঞ্চলে শান্তির পূর্বশর্ত।

রুবিও আরও অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্ত চলমান যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই, সাম্প্রতিক স্বীকৃতির সিদ্ধান্তগুলো আসলে অভ্যন্তরীণ রাজনীতির ওপর নির্ভর করে, কিছু দেশ ভূ-রাজনৈতিক পরিণতি নির্বিশেষে পক্ষ নেওয়ার জন্য অভ্যন্তরীণ চাপের সম্মুখীন হচ্ছে। তারা আসলে গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। কারণ তাদের বিবৃতি হামাসকে উৎসাহিত এবং পুরস্কৃত করা ছাড়া আর কিছুই পরিবর্তন করবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ২০ জন জীবিত জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

এরপরই ২৯ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তবে ফ্রান্স ও যুক্তরাজ্যেন এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ তা করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন মে মাসে ইঙ্গিত দেয় যে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এবার ম্যাক্রোঁ ও স্টার্মারের এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং জি-৭ সদস্য ও ইউরোপের প্রভাবশালী দেশ হিসেবে এই পদক্ষেপ নেবে ফ্রান্স ও যুক্তরাজ্য।

সূত্র: আনাদোলু


এমএইচআর