images

আন্তর্জাতিক

নির্বাচনী বিরোধ ঠেকাতে নতুন আইন কার্যকর করল মিয়ানমার জান্তা 

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম

মিয়ানমারে চলতি বছরের শেষে তাদের পরিকল্পিত নির্বাচনের বিরুদ্ধে যেকোনো বিরোধ দমনে কঠোর অবস্থানে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। 

দেশটির রাষ্ট্রীয় গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমার জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) থেকে নতুন আইন কার্যকর করা হয়েছে। এই আইনে নির্বাচন বিরোধী যেকোনো বক্তৃতা, সমাবেশ আয়োজন, উস্কানি, প্রতিবাদ বা লিফলেট বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে এবং দলগত অপরাধের জন্য পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে।

আইনের আরেকটি ধারায় বলা হয়েছে, ব্যালট পেপার বা ভোটকেন্দ্র ক্ষতিগ্রস্ত করা এবং ভোটার, প্রার্থী বা নির্বাচনী কর্মীদের ভয় দেখানো বা ক্ষতি করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার শাস্তি সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড। 

এছাড়া নির্বাচন ব্যাহত করার চেষ্টার সময় যদি কেউ নিহত হয়, তাহলে অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের মৃত্যুদণ্ড হবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে।

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচি ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিতে বহুমুখী গৃহযুদ্ধ শুরু হয় এবং দেশের বড় একটি অংশ এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে চলতি বছরের মার্চে জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাং ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের  ঘোষণা দেন। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই নির্বাচন পরিকল্পনাকে ‘জালিয়াতি’ বলে আখ্যা দিয়েছে। 

 এমএইচআর