আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম
ভারতের ওপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে অস্ত্র এবং জ্বালানি কেনার দায়ে মোদি সরকারের ওপর জরিমানাও আরোপ করেছেন তিনি।
বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে অনেক কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বে অন্যতম সর্বোচ্চ। এবং বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে সবচেয়ে বেশি অ-শুল্ক বাণিজ্য বাধা রয়েছে।’
তিনি বলেন, ‘তারা (ভারত) সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে। এছাড়া চীনের সঙ্গে তারাও রাশিয়ার জ্বালানির বৃহৎতম ক্রেতা।’
ট্রাম্প আরও বলেন, ‘এমন সময় তারা রাশিয়ার থেকে পণ্য কিনছে যখন বিশ্বের সবাই চায় রাশিয়া ইউক্রেনে তাদের হত্যাযজ্ঞ বন্ধ করুক, এটি একদমই উচিৎ নয়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এর ওপর রুশ অস্ত্র ও জ্বালানি কেনায় তাদের জরিমানাও গুনতে হবে। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। মাগা।’
প্রসঙ্গত, আগামী ১ অগস্ট থেকে বিভিন্ন দেশের উপর ‘পারস্পরিক’ বা পাল্টা শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। বহু দেশ ইতিমধ্যেই আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। তবে এখন পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, আলোচনা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা অচলাবস্থায় রয়েছে।
নয়াদিল্লি দাবি করেছে, ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ শতাংশের বেশি না হোক। এছাড়াও, ভারত মার্কিন অস্ত্র, প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক চুল্লি কেনার জন্য তার প্রস্তুতির কথা জানিয়েছে।
সূত্র: এনডিটিভি
-এমএইচআর