images

আন্তর্জাতিক

মুসলিম তরুণীকে আটক করে আল কায়েদার সদস্য দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম

ভারতের বেঙ্গালুরুতে এক মুসলিম তরুণীকে আটক করে তাকে নিষিদ্ধ ও জঙ্গি সংগঠন আল কায়দার নারী সদস্য বলে দাবি করছে ভারত।

গুজরাতের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) জানিয়েছে, আটক ওই তরুণীর নাম সামা পারভিন। তার বয়স ৩০ বছর। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার (৩০ জুলাই) তাকে গ্রেফতারের পর গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশভাই সঙভির দাবি, ওই নারী মৌলবাদী এবং অনলাইনে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখেন। 

এ নিয়ে গত কয়েক দিনে জঙ্গি সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করল গুজরাত এটিএস। 

গুজরাত এটিএস জানিয়েছে,বেঙ্গালুরু গিয়ে তারা সামাকে গ্রেফতার করেছে। তার মোবাইলে পাকিস্তানের বেশ কিছু পদস্থ কর্মকর্তার মোবাইল নম্বর পাওয়া গেছে বলেও তারা দাবি করেন।

তাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন বলে প্রাথমিক ভাবে এটিএসর ধারনা। আটক সামা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। 

গত ৩ বছর ধরে ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুতে বাড়িভাড়া করে ছিলেন। আগে একটি সংস্থায় চাকরি করতেন ওই তরুণী। তবে আপাতত তিনি বেকার। 

উল্লেথ্য, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার মুসলিম সংখ্যালঘুদের কখনো রোহিঙ্গা, কখনো বাংলাদেশি আবার কখনো পাকিস্তানের গুপ্তচর আখ্যায়িত করে হয়রানি করে আসছে বলেও অভিযোগ্আছে।

সম্প্রতি আসামে ৪ হাজারেরও বেশি মুসলিম সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কয়েক হাজার মুসলিম নাগরিককে বাংলাদেশি আখ্যায়িত করে পুশব্যাকও করেছে বাংলাদেশে।

-এমএমএস