images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি নিয়ে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ০৯:১৭ পিএম

ভারতের কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত মে মাসে সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান। তিনদিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় দেশই। আর এই যুদ্ধবিরতির জন্য কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার তিনি দাবি করেছেন, তার কথাতেই শান্ত হয়েছে দুই দেশ। তবে ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করে ভারত সরকার। এ নিয়ে গত দুইমাস ধরে ভারতের রাজনীতিতে উত্তেজনা চলছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) কাশ্মীরের পেহেলগামে হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দুই দিনব্যাপী বিশেষ অদিবেশনেও এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দেন বিরোধী নেতা রাহুল গান্ধী।  

মোদিকে কটাক্ষ করেন তিনি বললেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করছেন, তিনিই যুদ্ধবিরতিতে দুই দেশকে রাজি করিয়েছেন। তা যদি না হয়ে থাকে, প্রধানমন্ত্রী কেন নীরব? যদি ট্রাম্প মিথ্যা বলে থাকেন, তাহলে প্রধানমন্ত্রী সেটা সংসদে বলুন। সংসদে তিনি বলুন যে প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যাবাদী। মিথ্যুক।’ 

জবাবে উচ্চস্বরে মোদি বলেন, ‘পৃথিবীর কোনো নেতা ভারতকে অপারেশন থামাতে বলেনি। ৯ মে রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সেই সময় আমি সেনা বাহিনীর সঙ্গে বৈঠক করছিলাম। পরে যখন আমি ফোন করি। আমি বলি তিন-চারবার আপনার ফোন এসেছে। কী হয়েছে? তিনি বলেন, পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমি জবাব দিয়েছিলাম। বলেছিলাম যদি পাকিস্তান সত্যিই হামলা করে তাহলে আমরা আরও বড় প্রত্যাঘাত করে জবাব দেব। গুলির জবাব আমরা গোলায় দেব।’ 

মোদি যখন বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের ফোন তিনি ধরেননি, তখন হাসির রোল ওঠে লোকসভায়। 

মোদি বলেন, ‘আমরা দুনিয়াকে বলেছি আমাদের লক্ষ্য জঙ্গিরা। আমরা এমন জবাব দিয়েছিল, যা বছরের পর বছর মনে থাকবে। ৯ মে মধ্যরাত থেকে আমাদের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কোনায় কোনায় আঘাত হেনেছে। এতে পাকিস্তান মাথানত করতে বাধ্য হয়েছে। তাদের ডিজিএমও ফোন করে বলে, ব্যাস থামাও, অনেক মেরেছো। আর সহ্য করতে পারছি না।’

তিনি আরও দাবি করেন, ‘১০০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু একেবারে নিখুঁতভাবে প্রতিটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে আকাশেই গুঁড়িয়ে দিয়েছে ভারত।'

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

এমএইচআর