images

আন্তর্জাতিক

বাঙালি নির্যাতনের ভুয়া ভিডিও পোস্টের অভিযোগ মমতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে বাঙালি পরিবারের শিশুসন্তানের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক যোগযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ভিডিওটি ভুয়া বলে দাবি করেছে দিল্লি পুলিশ এবং এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ সেখানে মমতার বিরুদ্ধে ‘এফআইআর’ দায়ের করা হবে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু বলেন, ‘এখনও পর্যন্ত আমি যা জানি তাতে তিনি ওই পোস্ট প্রত্যাহার করেননি। পার্থ প্রতীম রায়ের মতো মুখ্যমন্ত্রীকেও করতে হবে। একটু পরেই এফআইআর দায়ের হবে। ভারতবর্ষের আইনে রাজনৈতি নেতা-নেত্রীদের আলাদা কোনো সুবিধা দেওয়া হয়নি। একমাত্র সাংবিধানিক লোকেদের ক্ষেত্রে কিছু অনুমতি প্রয়োজন হয়। আইনপ্রণেতাদের জন্য ভারতীয় ন্যায় সংহিতায় আলাদা কোনো সংস্থান নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও আইনের উর্ধে নন।’

তিনি আরও বলেন, ‘একটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কী করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের লোক দেখেছে। সারের দাম বেড়েছে কেন জানতে চাওয়ায় প্রান্তিক শিলাদিত্যকে মাওবাদী বলে আটকে রেখেছেন। এখনও ইউটিউবার – পোর্টালের সাংবাদিকদের ওপর অত্যাচার চলছে। সরকারের বিরুদ্ধে কিছু বললেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএইচআর